| |

Ad

তারাকান্দায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটঃ 1:09 pm | November 30, 2020জাহাঙ্গীর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে আজ সোমবার (৩০শে নভেম্বর) তারাকান্দা উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরীর সঞ্চালনায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে যে কোনো ধরনের নাশকতা,জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারাকান্দা উপজেলা যুবলীগ সর্বদা প্রস্তুত। বাংলার মাটিতে কোন ধরনের জঙ্গিবাদ এর ঠাই হবে না।

উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা যুবলীগ সর্বদাই প্রস্তুত এবং প্রতিপক্ষের যেকোনো ধরনের হিংস্রতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয় উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দগণ।