ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আপডেটঃ 3:12 pm | November 22, 2020
দেলোয়ার হোসেন রাজিবঃ ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাতা বার্ষিকী আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত বর্ষপুর্তির ঝমকালো অনুষ্ঠানটি চরাঞ্চল মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ইকরামুল হক টিটু । পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর প্রধান অতিথি কেক কেটে প্রেসক্লাবের বর্ষপুর্তি উদযাপন করেন। সাংবাদিক দেলোয়ার হোসেন রাজিব এর সঞ্চালনায় উক্ত বর্ষপুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণকল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.সিরাজুল ইসলাম । বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার কাকলী , ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিনা কবির,সাংবাদিক এস এম হোসেন আলী,সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার প্রমূখ । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুজ্জামান দুদু,ময়মনসিংহ জার্নালের সম্পাদক খোকন আহমেদ ,সাংবাদিক আবু সাঈদ, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, সাংবাদিক ফজলুল হক, সাংবাদিক ফজলে এলাহী ঢালী, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি মোঃসোহান সরকার প্রমূখ । এছাড়াও চরাঞ্চলের বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।

