| |

Ad

তারাকান্দায় সিএনজি সহ ০২ ছিনতাইকারী আটক

আপডেটঃ 12:54 pm | November 17, 2020জাহাঙ্গীর তালুকদার: ময়মনসিংহের তারাকান্দায় ছিনতাই কাজে ব্যবহীত সিএনজি সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে (১৬ই নভেম্বর) রাজিয়া খাতুন নামে এক ভদ্র মহিলা সিএনজি যোগে নওগাঁ হইতে কাশিগঞ্জ বাজারে যাবার পথে ছিনতাইকারী সিএনজির ড্রাইভার কামাল মিয়া (৩০) ও তার দুই সহযোগী খলিল মিয়া (২৫) ও উজ্জল মিয়া (৩৫) রাজিয়া খাতুনকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ভাবে তার সাথে থাকা টাকাপয়সা ও গহনা নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সময় চিৎকার চেচামেচি শুনতে পাই কাশিগঞ্জ হইতে তারাকান্দা আসার পথে তারাকান্দা থানার পুলিশ এস.আই আব্দুস সবুর ও তার টিম। তারপর ভুক্তভোগী রাজিয়া খাতুনকে উদ্ধার করে এবং সিএনজি ড্রাইভার কামাল মিয়া ও তার এক সহযোগী খলিল মিয়াকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকারীর আরেক জন সহযোগী উজ্জল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাই।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সোহেল জানায়, বিট এলাকা পরিদর্শনকালে তারাকান্দা থানার এস.আই আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ ০২ জন আন্তঃজেলা ছিনতাইকারী গ্রেপ্তার করেন এবং ছিনতাইকারীদের হেফাজত হইতে ছিনতাইকৃত এক জোড়া কানের দুল, নগদ ৫০০০ টাকা উদ্ধার করেন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি আটক করে। ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে অদ্য ইংরেজি ১৭-১১-২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করি।