| |

Ad

আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেটঃ 5:44 am | November 12, 2020

‌দে‌লোয়ার হো‌সেন রা‌জিব: পিতার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করলো ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের এক শিক্ষার্থী । শেখ রা‌সেল না‌মের এই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র । জানা যায় গতকাল ১১ই ন‌ভেম্বর তার পিতাকে মৃত ঘোষণা করার পর নিজের ফেইসবুকে পরপর তিন‌টি ফেসবু‌কে স্টেটাস দেয় যার এক‌টিতে সে লিখে “আমার দুনিয়ায় আমার আখেরাত আমার আব্বা, ডঃ মাত্র আব্বা রে মৃত ঘোষণা করল, দোয়া চাই অবশ্যই আব্বা কে একা ছাড়বোনা, আমিও সঙ্গী হব ইনশাআল্লাহ “
এমন স্টেটাসের ঘন্টা তিনেক পরে সে আত্মহত্যা করে।
আনন্দ মোহন কলেজে অধ্যায়নের সূত্রে ময়মনসিংহের একাডেমি রোডে অবস্থান কর‌তো । তার গ্রামের বাড়ি ছিল নেত্রকোনার পূর্বধলার ধোবাউরায় । পড়াশুনার পাশাপাশি সে আনন্দ মোহন কলেজের বিভিন্ন ক্রিয়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিল। তার ফেসবুক ওয়াল থে‌কে জানা যায় গত ২৯ অ‌ক্টোবর সে বিবাহ বন্ধ‌নে আবদ্ধ হয় ।

‌শেখ রা‌সে‌লের ‌ফেসবুক ওয়াল থে‌কে