| |

Ad

“আস্তে যাইন, সামনে গাতা”

আপডেটঃ 3:01 pm | December 04, 2017

রফিক বিশ্বাসঃ “আস্তে যাইন, সামনে গাতা”। গত রবিবার বেলা ১১.০০ টায় তারাকান্দা-ধোবাউড়া পাকা সড়কের বারই পুকুরিয়া বাজারের দক্ষিণ পার্শে এক পথচারী উপরোক্ত কথা বলেন। আমার সহকর্মী তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার ও আমি মোটর সাইকেলযোগে একটি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে উপজেলার ঢাকুয়া ইউনিয়নে টিউকান্দা যাওয়ার প্রাক্কালে উপজেলার গালাগাঁও ইউনিয়নের বারই পুকুরিয়া বাজারের দক্ষিণ পাশে তারাকান্দা-ধোবাউড়া (এলজিইডি) পাকা সড়কে বড় গর্তটি সামনে পৌছলে পথচারী লোকজন উপরোক্ত কথা বলে সাবধান করে দেন। স্থানীয়রা জানান, ওই গর্তটির স্থানে একটি কালভার্ট বক্স ভেঙ্গে পড়ায় এ গর্তটি সৃষ্টি হয়। গর্তের পূর্ব পাশে ৮/৯ ফুট ভরাট থাকা ছোট ছোট যানবাহন চলাচল করে থাকে। কিন্তু বাকী সড়কে বড় গর্ত রয়েছে । ফলে অহরহ দূর্ঘটনার স্পটে পরিণত হয়েছে এ গর্তটি। অনেক মোটর সাইকেল ও সিএনজি চালকেরা এ গর্তে পড়ে আহত হয়েছে । জানা গেছে, এ সড়কের সংস্কার কাজ পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজ। সংস্কার কাজ শুরুর অপেক্ষায় এ গর্তটি ভরাট হচ্ছেনা। এ ব্যাপারে তারাকান্দা উপজেলা প্রকৌশলী আহসান উল্ল্যাহ জানান, এ সড়কের গর্তের সংবাদটি আপনার মাধ্যমে জানলাম। এ গর্ত ভরাটে ব্যবস্থা গ্রহণ করা হবে।