| |

Ad

তারাকান্দায় আওয়ামী ওলামালীগের পক্ষ থেকে বাবুল মাষ্টারকে ফুলের শুভেচ্ছা

আপডেটঃ 3:11 pm | November 05, 2020

মফিজ উদ্দিন তালুকদার : ময়মনসিংহের তারাকান্দায় ৫ ই নভেম্বর বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ তারাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার(বাবুল মাষ্টার) কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজহারুল ইসলাম সরকার, কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃরফিকুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ আওয়ামী ওলামালীগ বাংলাদেশ আওয়ামীলীগের একটি অংগসংগঠন। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক তারা বাংলাদেশ আওয়ামীলীগের অংগসংগঠনের সদস্য হিসেবে মূল সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্ধের সাথে একযোগে কাজ করছেন। তাই তারা তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মাষ্টারকে তথা তারাকান্দা উপজেলা আওয়ামীলীগকে ফুলদিয়ে বরণ করে অভিনন্দন জানান। বাবুল মাষ্টার আওয়ামীলীগের ত্যাগী ও আদর্শ একজন নেতা হিসেবে নবগঠিত তারাকান্দা উপজেলার আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন । ভাষাসৈনিক শামসুল হকের আদর্শের সৈনিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ভক্ত আলহাজ্ব বাবুল মিয়া সরকার। সাধারণ সম্পাদক বাবুল মাষ্টারকে অভিনন্দন জানিয়েছেন তারাকান্দা উপজেলা আওয়ামী ওলামাগীগের কমিটির পক্ষে সভাপতি মুফতি মো.মাহফুজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জাহিদুল ইসলাম। সভাপতি মাহফুজুল ইসলাম বালিখা ইউনিয়নের পুর্বপাগুলী গ্রামের মাওলানা আবুল কাশেমের পুত্র এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভাষাসৈনিক শামসুল হক এবং গৃহায়ণ ও গণপূর্তপ্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের পৈতৃক নিবাস কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের ফজলুল হকের পুত্র।