| |

Ad

ঝিনাইগাতীতে মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেটঃ 2:41 pm | December 04, 2017

 

শেরপুর প্রতিনিধি:ঝিনাইগাতীতে মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর এ উপলক্ষে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোটনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু ছালেহ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর রুমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রমুখ। সভায় আনুষ্ঠানিক ভাবে ১৪৮জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।