| |

Ad

তারাকান্দা থানার ওসির সফল কর্মকান্ডে বদলে গেছে দৃশ্যপট

আপডেটঃ 2:14 pm | March 16, 2020

জাহাঙ্গীর তালুকদারঃ ‘মুজিব বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

তারই অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

অপরাধ দমনে,মাদক,জুয়া,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতনে নির্মূলে বিভিন্ন কার্য্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, গত ০১-০১-২০২০ ইং তারিখ মোঃ আবুল খায়ের ২৩ তম অফিসার ইনচার্জ হিসেবে তারাকান্দা থানার যোগদান করেন।

তিনি যোগদানের পর থেকেই বিভিন্ন অপরাধ দমনে তারাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও জনগণকে নিয়ে মাদক,জুয়া,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক সভা নিয়মিতভাবে করে যাচ্ছেন এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করেন। তাছাড়া বিভিন্ন সমস্যার স্থানীয়ভাবে মিমাংসা করে থাকেন।

ইতি মধ্যেই তারাকান্দা থানাকে মাদক মুক্ত করে জিরো টলারে নিয়ে আসেন। মাদক আইনে ২৫ জন ব্যাক্তির বিরুদ্ধে ১৫টি মামলা রুজু করা হয়। তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা,৮২৫ গ্রাম গাঁজা ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

জুয়া আইনে ৫২ জন,ওয়ারের্ন্টভূক্ত আসামী ৮৫ জন এবং নিয়মিত মামলার ৪৫ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করে।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, আমি সরকারের সুনাম অক্ষুণ্ণ রেখে জনগণে জন্য সব রকম নিরাপত্তা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণের সেবাই আমি এবং আমার টিম সব সময় প্রস্তুত।

আমার অফিসে আসতে সাধারণ মানুষের কোন অনুমতির প্রয়োজন হয় না। জনগনের সাথে মিলে মিশে কাজ করতে হবে এবং প্রয়োজনে তাদের কাছে যেতে হবে।