শ্রীবরদীতে মুজিব বর্ষের প্রস্তুতিমূলক ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আপডেটঃ 2:28 pm | March 09, 2020
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু সাইদ, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এম.এ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
প্রস্তুতিমূলক সভা শেষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।