| |

Ad

কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা

আপডেটঃ 2:05 pm | February 18, 2020

 ইসমাইল হোসেন:- নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিশেষ বর্ধিত সভা স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা সুলতান গিয়াস উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. মিরাজ আলী, মো. ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।