| |

Ad

বসন্তকে বরণ করে নিল আনন্দ মোহন কলেজ

আপডেটঃ 3:38 pm | February 16, 2020

দেলোয়ার হোসেন রাজিব(ময়মনসিংহ সদর প্রতিনিধি):- ঋতুর রাজা বসন্তের আগমনকে নিজস্ব সংস্কৃতির ভাবধারায় বরণ করে নিল ময়মনসিংহের অন্যতম বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ ।

রবিবার সকালে বাংলা বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্য মণি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক,উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফছার,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস ছাড়াও আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া বসন্ত বরণ অনুষ্ঠানে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বসন্তকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।