| |

Ad

মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

আপডেটঃ 1:36 pm | January 25, 2020

ঈশ্বরগরঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ঈশ্বরগঞ্জের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদর সদস্য ফকরুল ইমাম। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুল ইসলাম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম,

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মাইজবাগ ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ,

সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সংসদ সদস্যের একান্ত সহকারী আব্দুল মতিন, প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এবং শিক্ষক, ছাত্র/ছাত্রী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।