| |

Ad

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির শিক্ষা বৃত্তি প্রদান

আপডেটঃ 1:25 pm | January 25, 2020

সাইফুল আলম  দুলাল:- ঢাকাস্থ নেত্রকোণার কেন্দুয়া সমিতির শিক্ষা ট্রাষ্ট কর্তৃক ৪২জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। শনিবার (২৫জানুয়ারী) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে বৃত্তি প্রদান করা হয়।

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির সভাপতি সাবেক মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব ফারুক আহমেদের সভাপতিত্বে এবং এড.শাহরিয়ার কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা,পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ নুরুল আলম,

সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার, শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, শিক্ষার্থী সুমাইয়া বেগম সুমি ও মোঃ কাজী আলম। পরে অতিথিরা ৪২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।