| |

Ad

মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় এর ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আপডেটঃ 2:24 pm | January 22, 2020

দেলোয়ার হোসেন রাজিব(ময়মনসিংহ সদর প্রতিনিধি):- ”সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের কাচারীঘাট সংলগ্ন মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী-২০২০ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের বাৎসরিক শরীর চর্চার এই কালচারাল অনুষ্ঠান গতকাল ২২ই জানুয়ারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ বিভাগ জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম এবং ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি বেগম নূরন্নাহার এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম সহ উপস্থিত অতিথিবৃন্দ।