| |

Ad

মদনে সরকারী খাদ্যগুদাম মিলারের মাধ্যমে চাউল কিনা শুরু ।

আপডেটঃ 1:48 pm | January 21, 2020

(শহীদুল ইসলাম) নেত্রকোণা, নেত্রকোণা মদন উপজেলায় মঙ্গলবার সরকারী খাদ্য গুদামে চাউল কিনা শুরু করা হয়। স্থানীয় ৬টি মিলারের মাধ্যমে ২৪০ মেট্রিকটন চাউল কিনা হবে। প্রতি কেজি চাউলের দর হবে ৩৬ টাকা ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়ালীউল হাসান,পৌর মেয়র আব্দুল হান্নান শামীম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত এ কে এম শামছুউদ্দিন,উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সহ সাংবাদিক বৃন্দু।