| |

Ad

০১ নং ভুবন কুড়া ইউনিয়নে মুজিব বর্ষ ২০২০ উদজাপিত

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ১১, ২০২০

দুলাল রায়:- সীমান্ত বর্তি হালুয়াঘাট উপজেলায় ১ নং ভুবন কুড়া ইউনিয়নের উদ্দোগে মুজিব বর্ষ ক্ষনা গননা শুভ উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সমপ্রচার করা হয় ।’

অনুষ্ঠানের প্রধান অতিথী বার বার নির্বাচিত মুক্তিয়োদ্ধার সন্তান গুরব দুঃখি মানুষের একাংশ সিমান্তের অতন্দ্র প্রহরি আলহ্বাজ এম সুরুজ মিয়া চেয়্যারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ১নং ভুবন কুড়া ইউনিয়ন শাযাঁব এ সময় উপস্থিত ছিলেন বাবু গ্রহর চিছিম (সল) মো: নুর হোসেন সাবেক মেম্বার সহ এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ ।’

প্রধান অতিথী ছিলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেশ বলে কিছু থাকতো না । জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজবি হোক।