| |

Ad

ত্রিশালে ৩শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেটঃ 2:04 pm | January 07, 2020


খ ম শফিক ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :  মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার উদ্যোগে ৩শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ লক্ষে উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টার মাঠে আয়োতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর আফসার বাহিনীর প্রথম যুদ্ধকালীন কমান্ডার চাঁন মিয়া।

জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, হুরমুছ আলী, ফজলুল কবীর চৌধুরী, ইব্রাহিম খান প্রমুখ।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন জানান, প্রতিবছরই ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন দানবীরদের কাছ থেকে সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।