| |

Ad

শ্রীবরদীতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপডেটঃ 2:26 pm | December 23, 2019

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর অবৈধ বালু মহলে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন।

রোববার সন্ধ্যায় ঝিনাইহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদ এবং শ্রীবরদী সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ২ শত ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংশ করে।

এসময় সংগীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ, তাতিহাটি-রানীশিমুল ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা আতিকুর রহমান, অফিস সহায়ক সুরুজ আলী ও শফিকুল ইসলাম।