| |

Ad

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত-২

আপডেটঃ 5:35 am | December 11, 2019

রফিক সিশ্বস ॥ ময়মনসিংহের তারাকান্দায় যুবদল নেতাসহ দুই জন নিহত হয়েছে। জানা গেছে, গত সোমবার বিকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের উপজেলার মোজাহারদী গাছতলা নামক স্থানে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী মটরসাইকেল আরোহী তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল আলম (রুবেল তালুকদার-৩২)ও এক ট্রলি চালক আব্দুল বারেক (৪৫) বালির নিচে চাঁপা পড়ে।

শ্যামগঞ্জ হাইওয়ে ও তারাকান্দা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা বালির নিচ থেকে আব্দুল বারেকের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় রফিকুল আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। সে উপজেলার গজহরপুর গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ তালুকদারের পুত্র। ঘটনাস্থলে নিহত আব্দুল বারেক সদর উপজেলার মোদাহারপুর গ্রামের গুঞ্জর আলীর পুত্র।