তারাকান্দায় হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আপডেটঃ 1:36 pm | December 09, 2019
জাহাঙ্গীর তালুকদারঃ– ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৯ ডিসেম্বর তারাকান্দা মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে তারাকান্দা উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। রক্ত ঝরা সেই উত্তাল দিনে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার দামাল ছেলেরা মাতৃভূমিকে শত্রুমুক্ত করার দিপ্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে।
৮ ডিসেম্বর পুনরায় মুক্তিযোদ্ধারা সুসংগঠিত হয়ে থানার বিভিন্ন জায়গাই আক্রমণ করে। আক্রমণের ভয়াবহতায় ভীত হয়ে পাকহানাদার বাহিনী গভীর রাতে পালিয়ে যেতে বাধ্য হয়।
তাই ৯ ডিসেম্বর তারাকান্দাবাসীর কাছে অত্যন্ত গর্বের ও অহংকারের দিন। ওই দিন শহীদদের রক্তস্নাত সকালে তারাকান্দার বীর সন্তান মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিরা সম্মিলিত ভাবে তারাকান্দাকে মুক্ত দিবস ঘোষণা করেন। পরে উপজেলা সদরে স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে তারাকান্দা উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,স্থানীয় বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে,তারাকান্দায় উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে ভাষা সৈনিক শামছুল হক চত্বরে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক অধক্ষ্য জামাল উদ্দিন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার কাকন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন সরকার,মোঃ আব্দুল মোতালিব প্রমূখ।