লাল শাপলায় রঙ্গিন তারাকান্দার গাছতলা বাজার
আপডেটঃ 1:34 pm | December 09, 2019
দেলোয়ার হোসেন রাজিব:- লাল শাপলার নান্দনিকতাই গাছতলা বাজার হতে পারে শীতকালীন পর্যটন কেন্দ্র । ময়মনসিংহ জেলা সদর থেকে দশ কিলোমিটার উত্তরে,ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের ঘাঁ ঘেষে গড়ে উঠা এ শাপলা বন দেখতে প্রতিদিন ভীড় জমায় অসংখ্য মানুষ । মহাসড়কে চলমান বিভিন্ন যানবাহন থামিয়ে দর্শনার্থীদের প্রাকৃতিক লীলা অবলোকন এটাই প্রমান করে যে বিলের সৌন্দর্য বিশ্বমানের।
জীবিকার তাগিদে ভূমি মালিকগণ নির্দিষ্ট সময়ে চাষাবাদ করায় হঠাৎ অস্থমিত হয়ে যায় এ সৌন্দর্য ।
এছাড়াও জেলেদের মাছ বিক্রির প্রয়োজনে পদ্ম পাতা সংগ্রহের ফলে নষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য । সাধারন মানুষের চাওয়া হাজার বছর ধরে বেঁচে থাকুক এই বিল। যুগ যুগ ধরে বিলের সৌন্দর্য অবলোকন করুক আগামী প্রজন্ম ।