| |

Ad

হালুয়াঘাট জুগলী ইউনিয়নে যতœ প্রকল্পের শুভ উদ্বোধন

আপডেটঃ 1:51 pm | December 08, 2019

দুলাল রায়: সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ২ নং জুগলী ইউনিয়নে ১,২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে আই.এস.পি.পি যতœ প্রকল্পের পাঁচ শতাধিক ৪ বছরের শিশু ও গর্ববতী মায়েদের ভাতার শুভ উদ্বোধন করেন মোঃ রেজাউল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হালুয়াঘাট।

সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি খেটে খাওয়া মানুষের একাংশ আপুষহীন নেতৃত্ব আলহাজ্ব কামরুল হাসান চেয়ারম্যান ২নং জুগলী ইউনিয়ন পরিষদ।

অনান্যদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম একাডেমিক সুপার ভাইসার হালুয়াঘাট, জুগলী ইউনিয়নের সদস্য সদস্যাগন চৌকিদার, দফাদার, সচিবসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুুবিধাভোগী জনসাধারন উপস্থিত ছিলেন।

সভাপতি আলহাজ্ব কামরুল হাসান তার বক্তব্যে বলেন আমার ২নং জুগলী ইউনিয়নে কোনরকম দূর্নীতি হবে না জুগলী ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গড়ার দৃড় প্রত্যেয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম চেয়ারম্যান সাহেবের বক্তব্যের উপর সন্তুষ প্রকাশ করেন।