| |

Ad

ত্রিশালে এক শিক্ষকের উপর দফায় দফায় হামলার ঘটনায় থানায় মামলা

আপডেটঃ 4:23 am | November 28, 2019

খ ম শফিকুল হক:- ময়মনসিংহের ত্রিশালে এক স্কুল শিক্ষক প্রতিপক্ষের দফায় দফায় হামলায় আহত হয়ে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।জানা যায়, ত্রিশাল কোনাবাড়ী নদীর পার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ মাষ্টার প্রতি দিনের ন্যয় গতকা ২৩ নভেম্বর সকালে স্কুলে ক্লাস করতে যায়।

এ শিক্ষক ক্রয়কৃত জমির দলিল রেজিষ্ট্রি করে দিতে তাগিত দেয়ার জের ধরে প্রতিবেশী রফিকুল ইসলাম গংরা এ শিক্ষককে স্কুল থেকে ডেকে এনে তাঁর উপর হামলা করে গুরুতর আহত করে। এ শিক্ষক প্রাণে বাঁচার জন্য দৌড়াইয়া স্কুলের পাশেই নিজ বাড়িতে আশ্রয় নেয়।

এসময় প্রতিপক্ষরা শিক্ষকের বাড়িতে হামলা করে ব্যপক লুটতরাজ ও ভাংচুরের তান্ডব চালায়। বাড়িতে থাকা এ শিক্ষকের ছেলে নাইমুর রহমান ও চাচাতো ভাই এমদাদুল হককেও প্রতিপক্ষরা কুপিয়ে এবং পিটিয়ে আহত করে।

ঘটনার আগের দিনও প্রতিপক্ষরা এ শিক্ষকের উপর হামলার চেষ্টা চালায়। এ ব্যপারে ত্রিশাল থানায় মামলা হয়েছে মামলা নং ২২ তাং ২৪/১১/১৯ ইং। ত্রিশাল ময়মনসিং।