| |

Ad

নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

আপডেটঃ 1:59 pm | November 12, 2019

মো. হুমায়ুন কবীর ভূঞা: -ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে অবস্থিত নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতা ও নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা দেন ডাক্তার নয়ন দেব, ডা. মো. ইউসুফ আলী ও ডা. আল-আমিন।

স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে টিপিন বক্স, নাস্তা ও ফার্মাভিট নামে একটি ট্যাবলেট বক্স বিনামূল্যে প্রদান করা হয়। বিনামূল্যে ব্লাড গ্রুপিংও করা হয় প্রত্যেক শিক্ষার্থীর।

এ সময় নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহ্ আলম ভূঁইয়া, অধ্যক্ষ আবদুর রাশিদ, অপসোনিন ফার্মা লিমিটেডের রিজওনাল ম্যানেজার এনামূল হক খাঁন, এরিয়া ম্যানেজার রতন কর্মকার, এমপিও বদরুল আলম, আব্দুর রাজ্জাকসহ স্কুলের শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।