| |

Ad

ময়মনসিংহে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

আপডেটঃ 11:18 am | December 01, 2017

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুসলিম ইনস্টিটিউট, ময়মনসিংহের উদ্যেগে গতকাল বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন সকালে ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, মুসলিম ইনস্টিটিউটের কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ অংশ নেয়। পরে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। মুসলিম ইনস্টিটিউট সভাপতি ও জেলা প্রশাসক মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম।আলোচক ছিলেন কলেজ রোড জামে মসজিদের খতিব মুফতী মাওলানা মুস্তফা সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জাকির হোসেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।