| |

Ad

হালুয়াঘাটে চাক্কার সর্মথনে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

আপডেটঃ 2:24 pm | November 11, 2019

দুলাল রায়:- সীমান্তর্বতী হালুয়াঘাট উপজেলায় গতকাল সোমবার শাখা অফিস হালুয়াঘাটে উদ্যোগে নজরুল ভাইয়ের চাকা মার্কার সর্মথনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে হালুয়াঘাটের সর্বস্তরের শ্রমিক ভাইয়েরা অংশগ্রহন করেন।

মিলাদ মাহফিলে নেতৃত্ব দেন জয়নাল ড্রাইভার, শাহজাহান ড্রাইভার, আলম ড্রাইভার, গিরিন ড্রাইভার, সিরাজ ড্রাইভার, হাসু ড্রাইভার, বিল্লাল হোসেন, শাহিনুর প্রমুখ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

নজরুল নেতার জন্য দোয়া এবং চাক্কা প্রতিকে ভোট প্রার্থনা করা হয়। বক্তারা বলেন উন্নয়নের রুপকার নজরুল ড্রাইভার, শ্রমিক দরদী নজরুল ড্রাইভার। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় শ্রমিকের টাকায় এত সুন্দর স্থায়ী বিল্ডিং নজরুল নেতার দ্বারায় সম্ভব হয়েছে।