| |

Ad

হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

আপডেটঃ 2:11 pm | November 04, 2019

মোহাম্মদ আলী : গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের আর.কে মিশন রোডের জেলা সমাজ সেবা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

৫০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার। জেলা সমাজ সেবা কার্যালয় ময়মনসিংহ এর উপ পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালীউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

৫০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিউটি শিয়ান , ডাইভিং, কম্পিউটার, সেলাই এর উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে ৫০জন হিজড়া ও ৫০ বেদে ও অনগ্রসর জনগৌষ্ঠীর অংশ নেয়।