আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জের রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে
আপডেটঃ 1:45 pm | October 29, 2019
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি মতিউর রহমান মতি ঃ রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার জে.এস.সি- ২০১৯ইং পরীক্ষার্থীদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক আকন্দ।
বক্তারা দিক নির্দেশনামূলক শিক্ষার্থীদের উদ্দেশ্য পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আবদুর রহিম, মোঃ নূরুল ইসলাম খান, মোঃ আজিজুল হক, কাজী মোঃ ইলিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে অত্র প্রতিষ্ঠান থেকে চলতি বছর জে.এস.সি পরীক্ষায় ২১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে।
মুনাজাত করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হযরত মাওলানা কাজী মোঃ ইলিয়াস উদ্দিন। মাহফিল পরিচালনা করেন সাংবাদিক মুহম্মদ আবুল বাশার।