| |

Ad

আমি তারাকান্দা উপজেলার কথা কলছি

আপডেটঃ ৪:৩১ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৯


…….ফয়সাল সরকার……..

আমি ময়মনসিংহের সর্বশেষ গঠিত উপজেলার কথা বলছি,
আমি ৩১৪.৩৩ বর্গকিলোমিটার আয়তনের কথা বলছি ।

আমি ৪,১২২৬১ জন লোকেসংখ্যার কথা বলছি,
আমি ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলার কথা বলছি ।

আমি উপজেলার ৩৮৯টি গ্রামের কথা বলছি,
আমি উপজেলার ৩৯ টি ডাকঘর এর কথা বলছি।

আমি উপজেলার ৭৫৩টি মসজিদের কথা বলছি,
আমি একটি থানার ১৩৯ টি ভোটকেন্দ্রের কথা বলছি।

আমি প্রয়াত জননেতা এম, শামছুল হক এর কথা বলছি,
আমি বিশিষ্ট সাহিত্যিক ও কবি শহিদুল্লাহ ফরায়েজীর কথা বলছি ।

আমি আমার জন্মস্থানের কথা বলছি,
সর্বোপরি আমি তারাকান্দা উপজেলার কথা বলছি।