| |

Ad

তারাকান্দায় কমিউনিটি পুলিশিং – ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেটঃ 1:17 pm | October 26, 2019

রফিক বিশ্বাস:- ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের উদ্যোগে আজ (২৬ অক্টোবর) শনিবার থান প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং – ডে উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরূতে তারাকান্দা থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে এক আলোচনা সভা তারাকান্দা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ ফজলুল হক, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক কাজিমউদ্দিন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবতী রনু ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ শামছুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবুল খায়ের।