| |

Ad

তিনদিন ব্যাপী এডভোকেসী লবিং এন্ড নেটওয়ার্কিং এর প্রশিক্ষণ এর সমাপ্ত

আপডেটঃ 1:19 pm | October 23, 2019

সালাউদ্দিন বেলাল : তিনদিন ব্যাপী এডভোকেসী লবিং এন্ড নেটওয়ার্কিং এর প্রশিক্ষণ গতকাল কাচিঝুলি প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে সমাপ্ত হয়। আরএইচস্টেপ উক্ত প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষণে বাল্যবিবাহ বন্ধ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস এবং আলোচনা হয়।

বিভিন্ন অভিভাবক উক্ত নেটওয়ার্কিং প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। অভিভাবকগণ সমাজের সামাজিক ও পারিবারিক সমস্যা তুলে ধরেন। উক্ত কর্মশালায় বাল্য বিবাহ বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালা উপস্থিত ছিলেন হিয়া এবং আরএইচস্টেপ এর প্রজেক্ট অফিসার কে.এম কামরুল হাসান, হ্যালো আই এর এর একাউন্টস অফিসার হাসিবুল হাসান, প্রকল্প সহযোগী পারুল আক্তার, রনি খান, প্রকল্প সহযোগী শাহানা আক্তার।