| |

Ad

কেন্দুয়ায় অগ্নিকান্ডে অসহায় মানুষের পাশে “কল্যাণী ফাউন্ডেশন”

আপডেটঃ 4:03 pm | October 20, 2019

সাইফুল আলম,কেন্দুয়া প্রতিনিধি :- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানব সেবায় কাজ করে যাচ্ছে “কল্যাণী ফাউন্ডশন” নামে একটি বেসরকারি সংস্থা। কেন্দুয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসানের নিজ উদ্দোগে এ সংস্থাটি গড়ে তুলেছেন।

তিনি উপজেলার অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।কেন্দুয়া উপজেলায় মানব সেবায় এক ধাপ এগিয়ে “কল্যাণী ফাউন্ডেশন” গত (১৮ অক্টোবর) শুক্রবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

১৩টি পরিবারের ঘর বাড়ি পুরে ছাই হয়ে যাওয়া অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন “কল্যাণী ফাউন্ডেশন”শনিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক কাপড়ে ঘর থেকে বের হওয়া সাগুলি গ্রামের আগুনে পুরে যাওয়া মানুষদের শাড়ি ও লুঙ্গী বিতরন করেন,কল্যাণী হাসান।তিনি প্রতিটি পরিবারে রান্না করার জন্য থালা বাসন দেবেন বলেও সাংবাদিকদের জানান।