| |

Ad

তারাকান্দায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া

আপডেটঃ 4:02 pm | October 20, 2019

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে : ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রতিষ্ঠার ৬ বছর পর প্রথম আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ (২০ অক্টোবর রবিবার) বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ।,

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মো: মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, রুহুল আমীন মাদানী এমপি, ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আমিনুল হক শামীম সিআইপি।,

সম্মেলন উদ্ভোধন করেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল আলম ও সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম নয়ন,

সম্মেলনের ২য় পর্বে বাবু প্রদীপ কুমার চক্রবর্ত্তী রণু ঠাকুর কে সভাপতি ও আলহাজ্ব বাবুল মিয়া সরকারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল ৮ জনের নাম ঘোষণা করেন।

তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম, এ.কে.এম আজাহারুল ইসলাম সরকার, জিয়াউল হক জিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যক্ষ মো: জামাল উদ্দিন, মো: নজরুল ইসলাম নয়ন ও শাকের আহম্মেদ বাবুল ।