| |

Ad

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু ও ওয়ার্ড কাউন্সিলদের সংবর্ধনা॥

আপডেটঃ 3:16 pm | October 19, 2019

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৫নং ওয়ার্ড কলেজ রোড রেলক্রসিং এলাকার এ এন্ড এ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ১৮ই অক্টোবর রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আক্তার মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ এন্ড এ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।