| |

Ad

বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালিত

আপডেটঃ 3:13 pm | October 19, 2019

মো: নাজমুল হুদা মানিক ॥ বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ ৫৫তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর বিকাল ৪টায় হিমু আড্ডা প্রাঙ্গনে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মদিন পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন। বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি শরীফুল ইসলাম সরকার এর পরিচালনায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক ও ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা দুলাল উদ্দিন আকন্দ, ড. সেলিনা রশিদ প্রমুখ।

এসময় ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।