| |

Ad

আটপাড়ায় জালভোট দেওয়ার সময় দুই স্কুলছাত্র আটক

আপডেটঃ 5:07 pm | October 14, 2019

সাইফুল আলম,কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে দুই স্কুলছাত্র আটক হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে গিয়ে ওই দুই ছাত্র আটক হয়। আটক দুই ছাত্র হলো- মেহেদী হাসান ও মাসুম মিয়া। তারা নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরঞ্জন সরকারের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।