ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আপডেটঃ 1:50 pm | October 13, 2019
মতিউর রহমান মতি : ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীকে একত্রিত করে উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে প্রায় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জাটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা জাটিয়া উচ্চ বিদ্যায়য় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি।
প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম (বুলবুল)। পরিচালনা করেন (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফজলুল করিম (রতন)।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ভি.পি আবদুল হেকিম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান (হাবিব), উপজেলা আওয়ামী কোষাধক্ষ্য আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিন ইউ সিদ্দিকী, মজিবুর রহমান দুলা ল, জাটিয়া ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনসারুল হক, জাটিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আল-আমিন প্রমুখ।