| |

Ad

ময়মনসিংহে বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের ১ম অধিবেশন অনুষ্ঠিত ॥

আপডেটঃ 3:17 pm | October 12, 2019

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চল কর্তৃক আয়োজিত ১ম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০১৯ গতকাল ১০ই অক্টোবর শনিবার বিদ্যাময়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ১ম পর্বে প্রধান অতিথি ছিলেন খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ ও উপদ্রেষ্টা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। প্রফেসর মোঃ আজহারুল হক, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল।

নাছিমা আক্তার, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, শামছুন্নাহার বেগম, আঞ্চলিক সেক্রেটারী, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল।

উক্ত অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন হাবিবা রহমান খান, সংসদ সদস্য, ৩১৭, মহিলা আসন-১৭, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি প্রফেসর ড. গাজী হাসান কামাল, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। আবু নূর মো: আনিসুল ইসলাম চৌধুরী, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ।

প্রফেসর ড. ইয়াসমিন আহ্মেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ঢাকা। মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানের ২টি পর্বে সভাপতিত্ব করেন রওশন আরা খান, আঞ্চালিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা হতে কমিশনার, গাইড সদস্য, গাইডার এবং রেঞ্জার গাইডাররা উপস্থিত ছিলেন।