| |

Ad

ঈশ্বরগঞ্জে ইউ.এন.ও সভাপতিত্বে ঢেউনিট ও চেক বিতরণ

আপডেটঃ 3:35 pm | October 07, 2019

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জের ইউ.এন.ও উম্মে রুমানা তুয়া’র সভাপতিত্বে গতকাল সোমবার উপজেলা চত্ত্বরে আগুণে ও ঘুণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি সংসদ সদস ফকরুল ইমাম। এ সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম সুরুজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক প্রধান শিক্ষক আবদুল হাদি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন, সংসদ সদস্যের একান্ত সহকারী জাতীয় পার্টির নেতা আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।