| |

Ad

শ্রীবরদীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি চান

আপডেটঃ 3:08 pm | October 06, 2019

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। রবিবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবারাস্থ শাহাবাড়ি পূজা মন্ডপ ও বারোয়ারী পূজা মন্ডপ, ঝগড়ারচর মোদকপাড়া পূজামন্ডপ সহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলার মন্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন।

ুপরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, আ’লীগ নেতা সালাহ উদ্দিন ছালেম, আমিরুল ইসলাম, সাবেক যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক বনিজ উদ্দিন প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।