| |

Ad

এম এইচ তালুকদার ফ্লাওয়ারস মিলস লি.এর শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি

আপডেটঃ 3:40 pm | October 05, 2019

 

ইব্রাহিম মুকুট ঃ বৃহত্তর ময়মনসিংহে এই প্রথম ইউরিপিয়ান প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রস্তুত এম এইচ তালুকদার ফ্লাওয়ারস মিলস লি.এর শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন , সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইকরামুল হক তালুকদার, পুলিশ কর্মকর্তা(অব.) রফিক উদ্দিন তালুকদার প্রমুখ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢ্কুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে এ আধুনিক মিলটি স্থাপন করা হয়েছে। এ মিলে ময়দা তৈরির পাশাপাশি আটা, ভুষি ও সুজিও উৎপাদন করা হবে।

এ মেশিনটি প্রতিদিন ৪৮০ মে.টন ময়দা বা অন্যান্য দ্রব্য উৎপাদন করতে সক্ষম।এ মিলে ৫শ থেকে ১০০০ লোকের কর্মসংস্থান হবে বলে মিলের মালিক জানিয়েছেন।এতে করে এলাকার জনগণের জীবন যাত্রার মানন্নোয়ন হবে। উদ্বোধনের আগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।