| |

Ad

তারাকান্দায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেটঃ 2:20 pm | September 30, 2019

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে ॥ ‘‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার বণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বণাঢ্য র‌্যালী উপজেলা প্রাঙ্গনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আওতাধীন উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
র‌্যালী শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলহাজ্ব এডভোকেট ফজলুল হক। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন।