| |

Ad

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ডিজিটাল হোল্ডিং ডাটাবেজ ও হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন প্রকল্পের ওয়েবসাইট উদ্বোধন

আপডেটঃ 2:11 pm | September 30, 2019

মোহাম্মদ আলী : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডিজিটাল হোল্ডিং ডাটাবেজ ও হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন প্রকল্পের ওয়েবসাইট গত ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ভিডোর নির্বাহী পরিচালক আসমা বেগম, এডমিন অফিসার মো: রফিকুল ইসলাম শান্ত, একাউন্টস ম্যানেজার ইব্রাহিম হৃদয়, এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর এম.এ শিপন।

এই প্রথম অনলাইনে পাওয়া যাবে সিটি কর্পোরেশনের অধীনে সকল বাড়ীর মালিকদের হোল্ডিং এর সকল তথ্য। সিটি কর্পোরেশনের মেয়র বক্তব্যে বলেন সকল মালিকদেরকে সকল তথ্য নির্ভুলভাবে ও নির্ধারিত ফি দিয়ে হোল্ডিং নম্বর প্লেট গ্রহণ করার জন্য আহবান জানান।