| |

Ad

ময়মনসিংহ শম্ভুগঞ্জের রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহ্মেদ এম.পি।

আপডেটঃ 1:17 pm | September 25, 2019

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের শম্ভুগঞ্জ রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এর বিদ্যুৎ কেন্দ্র গতকাল ২৫ শে সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এম.পি পরিদর্শনে আসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমি বাবেল গোলন্দাজ এম.পি। ময়মনসিংহ রুরাল পাওয়ার স্টেশন এর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। এসময় ময়মনসিংহ রুরাল পাওয়ার স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্ল্যান্ট ইন-চার্জ এ.এইচ.এম রাশেদ, তত্ত্ববধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর মজুমদার, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান ও নির্বাহী প্রকৌশলী সাদ মুহাঃ সাবের, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদ মন্ডলসহ পাওয়ার স্টেশন এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় ময়মনসিংহ রুরাল পাওয়ার স্টেশনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ নির্মাণ প্রকল্প পরিচালক ও তত্তা¡বধায় প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ রেজাউল কবীর। প্রেজেন্টেশন এর উপর আলোচনার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এম.পি ময়মনসিংহ রুরাল পাওয়ার স্টেশন বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।