| |

Ad

তারাকান্দায় কালভার্ট ভেঙ্গে জনদূর্ভোগ

আপডেটঃ 1:48 pm | September 23, 2019

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে ॥ ময়মনসিংহের কাশিগঞ্জ-অম্বিকাগঞ্জ এলজিইডি সড়কের কালভার্ট ভেঙ্গে পড়ায় ছোট ছোট যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কায় লাল নিশান টানিয়েছে এলাকাবাসী। জানা গেছে, নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ হইতে অম্বিকাগঞ্জ এলজিইডি সড়কে তারাকান্দা উপজেলার বালিখাঁ নামক স্থানে একটি কালভার্টের একাংশ প্লাস্টার খসে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ছোট ছোট যানবাহনসহ পথচারীরা দূর্ঘটনার শিকার হচ্ছে। তারাকান্দা উপজেলার বক্শীমূল হইতে বালিখা বাজার, ঢাকিরকান্দা বাজার পর্যন্ত সড়কে প্রতিদিন শতশত সিএনজি, অটো রিক্সা যাতায়ত করে। তারাকান্দা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার জানান, পুরাতন কালভার্টটি প্লাস্টার খসে পড়া মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।