তারাকান্দায় অসামাজিক কার্যকলাপের দায়ে ২ যৌন কর্মীসহ ৫ জন গ্রেপ্তার
আপডেটঃ 11:40 am | September 22, 2019
রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে ॥ ময়মনসিংহের তারাকান্দায় ভাড়াটিয়া বাসায় অসামাজিক কার্যলাপের দায়ে ২ যৌনকর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে তারাকান্দা থানা পুলিশ এস.আই খন্দকার আল মামুন, এএসআই শরিফ উদ্দিন, আল নোমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা উপজেলা সদরের রণকান্দা নতুন বাজার ভাড়াটিয়া বাসা থেকে ২ যৌন কর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করে গত শনিবার আদালতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃতরা হল তারাকান্দা উপজেলার গোপালদারিকেল গ্রামের আব্দুর রহমানের পুত্র জিয়াউল হক রোমান (৩০), লাউটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র চাঁন মিয়া (৪৫), শরিয়তপুর জেলার জারিরা থানার ছোট কৃষ্ণনগর গ্রামের আয়নাল মাতবরের পুত্র সেলিম রানা (২৩), টাংগাইল জেলার সখিপুর উপজেলার লাঙ্গলিয়া গ্রামের সিরাজ মিয়ার কণ্যা বিথী আক্তার (২৩) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার তালতলা পূর্ব গ্রামের শামছুল হকের কণ্যা শাহানাজ আক্তার (২১)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ধৃতদের ২৯০ ধারা অপরাধে আদালতে প্রেরণ করা হয়েছে।