| |

Ad

কেন্দুয়ার সাংবাদিক আয়নাল হককে মহিলা ইউপি সদস্যের হুমকি

আপডেটঃ 1:17 pm | September 21, 2019

স্টাফ রিপোর্টার : অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের জোছনা আক্তার নামে এক নারী ইউপি সদস্য সাংবাদিক আয়নাল হককে হুমকি দিয়েছেন। বুধবার দুপুরে মোবাইল ফোনে তিনি এ হুমকি দেন। হুমকির কথোপকোথন মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে।

সুত্র জানায়, গত বুধবার দৈনিক অদম্য বাংলায় “কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্প: স্ত্রী সংরক্ষিত নারী সদস্য স্বামী জসিমের নামে শ্রমিকের কার্ড” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তিনি মোবাইল ফোনে বলেন, আপনি যে চেয়েছিলেন দেইনি বলেই এটা লিখেছেন।

কি চেয়েছিলাম কখন চেয়েছিলাম জানতে চাইলে তিনি বলেন, আমি কি সময় লিখে রেখেছি? এসময় তিনি এ প্রতিবেদককে চেনেন কিনা কখনও কথা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনিই আবার বলেন চিনিনা। প্রসঙ্গত অফিসিয়াল সুত্রের ভিত্তিতে একদম তথ্য যাচাই করে এ সংবাদ পরিবেশন করা হয়েছে। পরিবেশিত সংবাদের কোন তথ্য অসত্য কিনা হুমকির সময় এধরনের কোন কথা বলেননি।

তিনি আরো বলেন, খবর প্রকাশের আগে যোগাযোগ করেননি এখন অবশ্যই আমার পেছনে ঘুরবেন। কেন এমন কথা জানার আগেই তিনি আপনি আপনি ফোন কেটে দেন।