| |

Ad

কলমাকান্দায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও কসমেটিক জব্দ

আপডেটঃ 1:11 pm | September 21, 2019

মো. ইসমাইল হোসেন সিরাজী, কলমাকান্দা (নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও কসমেটিক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার লেংগুড়া সীমান্তের কালাপানি এলাকা থেকে এ মালামাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বেটেলিয়ান কমান্ডার লেঃ কঃ শাহজাহান সিরাজের নির্দেশে লেংগুড়া কোম্পানী কমান্ডার অসিত সাহার নেতৃতে বিজিবি সদস্যরা লেংগুড়া সীমান্তের কালাপানি এলাকা থেকে ধুতি, শাড়ী, মেক্সি, কসমেটিক জুতাসহ বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। শনিবার বিকালে ওই মালামাল নেত্রকোনা ৩১ বেটেলিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।