শ্রীবরদীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আপডেটঃ 10:36 am | September 18, 2019
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:- বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে বাণিজ্যিক ফল বাগান স্থাপন ও বাগান ব্যবস্থাপনা, খাটো জাতের নারিকেলসহ অন্যান্য ফলের চাষাবাদ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফল গাছের চারা রোপনের পদ্ধতি ও পরিচর্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী হর্টিকালচারের সিনিয়র উদ্যান তত্ত্ববিদ ড. মো. শহিদুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার নাজমুল হাছানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে ৬ টি ব্যাচে ৩০ জন করে মোট ১ শ ৮০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করে।