বিভাগীয় কমিশনার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন
আপডেটঃ 2:45 pm | September 17, 2019
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ঃ ঈশ্বরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান গত রবিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির উন্নতির লক্ষে কাজ করবেন। সাংবাদিকদের মাধ্যমে মানুষ সঠিক সংবাদ পাবে বলে মত প্রকাশ করেন। প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক ফারুক ইফতেকার (সুমন) সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ বিভাগীয় কমিশনারকে ফুলের তুরা দিয়ে বরণ করে নেয়।